ভূগোল শিক্ষার ভিডিও

 

ভূগোল শিক্ষার ভিডিও  https://play.google.com/store/apps/details?id=helpfulhub.geographylearninginbangla&hl=en


ভূগোল Geography যেটি এসেছে গ্রীক শব্দ বা geographia থেকে; যার শাব্দিক অর্থ: "পৃথিবী সম্পর্কিত বর্ণনা বা আলোচনা" হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে পৃথিবীর ভূমি, এর গঠন বিন্যাস, এর অধিবাসী সম্পর্কিত সমস্ত প্রপঞ্চ সংক্রান্ত বিষয়াদি আলোচিত হয়। এই শব্দটি খ্রিস্টপূর্ব ২য় শতকে গ্রিক জ্ঞানবেত্তা এরাতোস্থেনেস (২৭৬১৯৪ খ্রিস্টপূর্ব) প্রথম ব্যবহার করেন। ভূগোলে মানুষের বসবাসের জগৎ তার সাথে সম্পর্কিত সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা হয়ে থাকে। উদাহরণস্বরূপঃ ভৌত ভূগোলে জলবায়ু, ভূমি পানি নিয়ে গবেষণা করা হয়; সাংস্কৃতিক ভূগোলে কৃত্রিম, মনুষ্যনির্মিত ধারণা যেমন দেশ, বসতি, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন, দালান, ভৌগোলিক পরিবেশের অন্যান্য পরিবর্তিত রূপ আলোচনা করা হয়। ভূগোলবিদেরা তাদের গবেষণায় অর্থনীতি, ইতিহাস, জীববিজ্ঞান, ভূতত্ত্ব এবং গণিতের সহায়তা নেন।


আর আমরা এই অ্যাপটির মধ্যে ইউটিউব থেকে বাছাইকরে ভূগোল শিক্ষার ভিডিও একত্রিত করে অ্যাপটি তৈরী করেছি যাতে করে আপনি সহযেই অ্যাপটি চালূ করে ভূগোল শিক্ষার বিষয়গুলি পেয়ে যান।


অ্যাপটির ফিচারসমূহ :

ভূগোলের সংজ্ঞা
প্রাকৃতিক ভূগোল pdf
ভূগোলের পরিধি
ভূগোলের প্রশ্ন উত্তর
ভূগোল কাকে বলে
ভূগোল কী
ঐতিহাসিক ভূগোল
মানবীয় ভূগোল বই pdf

এই অ্যাপটিভূগোলশেখা ধারনা নেওয়ার জন্য তৈরী করা হয়েছে। অ্যাপটি ভালো লাগলে দয়া করে আমাদের স্টার দিয়ে উৎসাহিত করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন।

- অ্যাপটির ভিডিও দেখতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।


Comments

Popular posts from this blog

স্পোকেন ইংলিশ (ইংরেজি বলুন)

কুমার শানুর সেই বিখ্যাত গান

মান্না দে এর সুপারহিট বাংলা গান – Manna Dey Songs